ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হরতালে বাধা দিলে লড়াই: মির্জা ফখরুল

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৪ ঘণ্টা, জুন ২৩, ২০১০

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি শান্তিপূর্ণভাবে হরতাল পালন করতে চায়। এই শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিলে লড়াই হবে।

আর এর দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। ’

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সরকারকে ফ্যাসিবাদী উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিভাগীয় মহাসমাবেশে করে জনমতের ভিত্তিতে হরতালের কর্মসূচি দিয়েছেন। ’

সরকাররের গণতান্ত্রিক মূল্যবোধ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার একদলীয় শাসন কায়েম করতে বর্তমান বিরোধী দল ও সাংবাদিকদের উপর নির্মম নির্যাতন চালাচ্ছে। সরকারের এই ফ্যাসিবাদী আচরণের জন্যই আমরা হরতাল পালন করছি। ’

মাহমুদুর রহমানকে রিমান্ডে নেওয়ার তীব্র নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘হাইকোর্ট নির্দেশ দিয়েছেন মাহমুদুর রহমানকে যেন রিমান্ডে নেওয়া না হয়। কিন্তু সরকার হাইকোর্টের নির্দেশ অমান্য করে মাহমুদুর রহমানকে রিমান্ডে নিয়েছে। ’

ছাত্রদলের উপর হামলার প্রতিবাদ জানিয়ে বিএনপি’র যুগ্ম-মহাসচিব বলেন, ‘সরকারের আচরণ দেখে মনে হচ্ছে তারা গণতন্ত্রের লেবাসে একদলীয় শাসন কায়েম করতে চাচ্ছে। ’

এদিকে হরতালের পক্ষে সমর্থন আদায়ে রাজধানীর বিভিন্ন স্থানে আজ বুধবার সকাল থেকে গণসংযোগ শুরু করেছে বিএনপি। উত্তরায় এমন একটি কর্মসূচিতে সকালে পুলিশ বাধা দেয়।
 
এ ঘটনার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘বিরোধী দলের সঙ্গে অগণতান্ত্রিক আচরণ করছে সরকার। ’

মাজারে শ্রদ্ধা জানানোর পর বিএনপি নেতাকর্মীরা মাজার সংলগ্ন ক্রিসেন্ট লেকের ব্রিজ পার হতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে সামান্য ধাক্কা-ধাক্কি হলেও পরে নেতাকর্মীরা জিয়া উদ্যানের মধ্য দিয়ে রাস্তায় বের হয়ে আসেন।

বাংলাদেশ সময় ১২৫৬ ঘণ্টা, ২৩ জুন ২০১০
এমএম/এজেড/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।