ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হত্যার পর যুবকের মরদেহ রাস্তার পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
হত্যার পর যুবকের মরদেহ রাস্তার পাশে ফেলে গেছে দুর্বৃত্তরা

রাজশাহী: রাজশাহী মহানগরীতে একজন যুবককে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। নিহত ওই যুবকের নাম স্বপন (৩৬)। তিনি মহানগরীর খড়খড়ি এলাকার ফজলুর রহমানের ছেলে। 

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে মহানগরীর খড়খড়ি বাইপাস এলাকার গ্যাস সরবরাহ স্টেশনের পাশে রাস্তার পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত স্বপন রাজধানী ঢাকা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

করোনার কারণে গত ঈদের কয়দিন আগে ঢাকা থেকে চলে আসেন। এরপর আর ঢাকায় যাননি।

এরই মধ্যে কে বা কারা তাকে হত্যা করে মরদেহ খড়খড়ি বাইপাসের ধারে ফেলে রেখে যায়।

স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানা খবর দেন। খবর পেয়ে মহানগরীর চন্দ্রিমা থানা পুলিশ মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছে। নিহতের ভাই আনিস বিষয়টি নিশ্চিত করেছেন।

জানতে চাইলে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুম মুনীর বলেন- খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরলে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
এসএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।