ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

জামালপুরের ইসলামপুরে নৌকাডুবিতে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
জামালপুরের ইসলামপুরে নৌকাডুবিতে নিহত ১

জামালপুর: জামালপুরের ইসলামপুরে বরযাত্রীবাহী নৌকা ডুবে ১ কিশোরীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও একজন।

সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ গ্রামে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

জানা যায়, মেলান্দহ উপজেলার খাসিমারা গ্রাম থেকে বিয়ের অনুষ্ঠান শেষে ইসলামপুর উপজেলার বামনা গ্রামে বরযাত্রী নিয়ে ফেরার পথে যমুনার শাখা নদীতে বলিয়াদহ ডেবরাইপেচ ব্রিজের গার্ডারের সঙ্গে ধাক্কা লেগে ৩০/৩৫ জন যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়।

এসময় সবাই সাঁতরে তীরে উঠতে পারলেও ৪ জন নিখোঁজ হয়। পরে স্থানীয়রা রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ আক্তার নামে ১৬ বছর বয়সী এক কিশোরীকে মৃত অবস্থায় ও ২ জনকে অহত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় আলফি নামে ১০ বছরের এক শিশু এখনো নিখোঁজ। আহত অবস্থায় উদ্ধার দুই জনকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

চিনাডুলি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১১১ ঘণ্টা, জুলাই ১৪, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।