ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপরে আত্রাইয়ের পানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপরে আত্রাইয়ের পানি

নাটোর: চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলা দিয়ে প্রবাহিত আত্রাই নদীর পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীর পাড়ের সিংড়া পৌর এলাকা ও লালোর, শেরকোল ও চামারী ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নাটোর পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ জানান, দুপুর ১২টার রিডিং অনুযায়ী পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সন্ধ্যার দিকেও একই অবস্থা বিরাজ করছে।

তবে রাতের শেষে পানি আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।  

অপরদিকে, টানা বৃষ্টিপাতে বিল এলাকার বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সিংড়ার আঞ্চলিক সড়কগুলো এখন পানিতে তলিয়ে রয়েছে। সোমবার সকাল থেকে বক্তারপুর-বারৈহাটি সড়ক ও সড়ক সংলগ্ন গোবিন্দনগর গ্রামটি পানিতে তলিয়ে গেছে। এতে ওই গ্রামের তিন শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। জরুরি প্রয়োজনে নৌকায় যাতায়াত শুরু করেছেন কেউ কেউ।  

সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন বাংলানিউজকে বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকায় রোপা আউশ, আমন ও পাট ক্ষেত ডুবছে। অনেক কৃষক অপরিপক্ব পাট কেটে নিয়ে যাচ্ছেন। এ পরিস্থিতি অব্যাহত থাকলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। পরিস্থিতি সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।  

নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বাংলানিউজকে বলেন, সিংড়ার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইতোমধ্যে পানিবন্দি বেশ কিছু পরিবারের কাছে ত্রাণ সহায়তা পাঠানো হয়েছে। জরুরি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।