ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু

রাজশাহী: রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল ও দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

এদের মধ্যে মহানগরের কাশিয়াডাঙ্গা এলাকায় ট্রেনের ধাক্কায় রজবা বেওয়া (৫৫) ও টুলটুলিপাড়া এলাকায় অটোরিকশার ধাক্কায় শাকিবের (৭) মৃত্যু হয়।

নিহত রজবা বেওয়ার বাড়ি মহানগরের হড়গ্রাম পশ্চিমপাড়া এলাকায় ও শাকিব মহানগরের হড়গ্রাম নতুনপাড়া এলাকার রেজাউল ইসলামের ছেলে।

 

মহানগরের কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে হড়গ্রাম রায়পাড়া এলাকায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান রজবা বেওয়া। পরে তার মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।  

অপরদিকে দুপুরে থানার টুলটুলিপাড়া এলাকায় সড়ক পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শাকিব গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

পৃথক দুর্ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানান মনসুর আলী আরিফ।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।