ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাউখালীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
কাউখালীতে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

পিরোজপুর: মেয়াদোত্তীর্ণ ওষুধ, পণ্যের নির্ধারিত দাম উল্লেখ না থাকাসহ বিভিন্ন অপরাধের দায়ে পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার (১৩ জুলাই) দুপুরে উপজেলার সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা।

অধিদপ্তর পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ সোহায়েব মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুরে কাউখালী সদর বাজারে অভিযান চালানো হয়। এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও মালামাল রাখা, পণ্যের নির্ধারিত দাম উল্লেখ না করাসহ বিভিন্ন বিধি না মানার অপরাধে ওই বাজারের উপশম ফার্মেসিকে আট হাজার, এনায়েত স্টোরকে দেড় হাজার, তালুকদার স্টোরকে দুই হাজার, মায়ের দোয়া বেকারিকে তিন হাজার ও বিসমিল্লাহ মুদি দোকানকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad