ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চলতি মাসেই রেলে যোগ হচ্ছে ১০টি ব্রডগেজ ইঞ্জিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
চলতি মাসেই রেলে যোগ হচ্ছে ১০টি ব্রডগেজ ইঞ্জিন

ঢাকা: চলতি জুলাই মাসের মধ্যেই বাংলাদেশ রেলওয়েতে যোগ হচ্ছে ১০টি ব্রডগেজ ইঞ্জিন (লোকোমোটিভ)। 

সোমবার (১৩ জুলাই) রেলপথ মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করে।  

রেল সূত্র জানায়, রেলওয়েতে ইঞ্জিন সংকট থাকায় ১০টি ব্রডগেজ ইঞ্জিন আনার উদ্যােগ নিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

সেই ধারাবাহিকতায় ভারত থেকে এ ইঞ্জিনগুলো আনা হচ্ছে। চলতি জুলাই মাসের মধ্যে ইঞ্জিনগুলো দেশে পৌঁছানোর কথা রয়েছে।  

এ বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বাংলানিউজকে বলেন, ব্রডগেজ ইঞ্জিনগুলো আসার নির্দিষ্ট দিন বলতে পারছি না। তবে ২০ জুলাইয়ের পর যেকোনো দিন ইঞ্জিনগুলো ভারত থেকে দেশে আসবে। জুলাইয়ের মধ্যে  সেগুলো আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।  

বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
টিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।