ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মাদারীপুর: মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় লিটন হাওলাদার (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। 

সোমবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে শহরের কুলপদ্বী আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

লিটন একটি ফার্নিচারের দোকানে শ্রমিকের কাজ করতেন।

তিনি ঝাউদি ইউনিয়নের কালাইমারা গ্রামের খলিল হাওলাদারের ছেলে।

জানা গেছে, সকালে লিটন হাওলাদার নামে এক যুবক বাইসাইকেলে করে শহরের দিকে আসছিলেন। এসময় মস্তফাপুর থেকে বৈদ্যুতিক খুঁটিবাহী একটি বড় ট্রলি ঝাউদি এলাকার দিকে যাচ্ছিল। পথে শহরের কুলপদ্বী আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের সামনে ট্রলিটি বাইসাইকেলটিকে  চাপা দিলে ঘটনাস্থলেই লিটনের মৃত্যু হয়।  

মাদারীপুর পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার ইঞ্জিয়ার মো. শাখাওয়াত হোসেন বলেন, পল্লী বিদ্যুতের খুঁটি নিয়ে যাচ্ছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। শহরের কুলপদ্বী আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান মিঞা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ট্রলিটি আটক করা হলেও চালক পলাতক রয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।