ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

দিনাজপুরে বিপৎসীমা ছুঁই ছুঁই প্রধান তিন নদীর পানি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
দিনাজপুরে বিপৎসীমা ছুঁই ছুঁই প্রধান তিন নদীর পানি 

দিনাজপুর: টানা বর্ষণের ফলে দিনাজপুর জেলার প্রধান তিনটি নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। ইতোমধ্যে একটি নদীর পানি বিপৎসীমার খুব কাছাকাছি অবস্থান করছে। পানি বাড়তে থাকলে দিনের মধ্যে সীমা অতিক্রম করবে বলে আশঙ্কা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্মকর্তাদের। 

দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের পানি সার্ভেয়ার মো. মাহাবুব আলম জানান, সোমবার (১৩ জুলাই) সকাল ৯টায় জেলার প্রধান তিনটি নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। পানি বাড়া অব্যাহত থাকলে দিনের মধ্যে নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করবে।

 

তিনি জানান, দিনাজপুর শহরের পাশ দিয়ে প্রবাহিত পুনর্ভবা নদীর ৩৩ দশমিক ৫০০ মিটার বিপৎসীমার বিপরীতে বর্তমানে পানির স্তর রয়েছে ৩১ দশমিক ২১০ মিটার, আত্রাই নদীর ৩৯ দশমিক ৬৫০ মিটারের বিপরীতে বর্তমানে ৩৯ দশমিক ২২০মিটার ও ইছামতি নদীর পানি ২৯ দশমিক ৯৫০ মিটারের বিপরীতে ২৮ দশমিক ৫১০ মিটারে অবস্থান করছে। এছাড়াও জেলার অন্যান্য ছোট নদীর পানিও বৃদ্ধি পেয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।