ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বেগমগঞ্জে ৩০ মেট্রিক টন গম জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
বেগমগঞ্জে ৩০ মেট্রিক টন গম জব্দ ত্রিশ মেট্রিক টন গম জব্দ করেছে এনএসআই নোয়াখালী জেলা কার্যালয়

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে ক্রয়কৃত ত্রিশ মেট্রিক টন সরকারি গম জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) নোয়াখালী জেলা কার্যালয়।

এ ঘটনায় গোডাউনটি সিলগালা ও প্রতিষ্ঠানের পরিচালকের ছেলে মো. মাসুমকে (৩২) আটক করা হয়েছে।

রোববার (১২ জুলাই) রাত ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

এনএসআই নোয়াখালী জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের ডিডি এ বি এম ফারুকের নেতৃত্বে চৌমুহনী দক্ষিণ বাজারের ব্যবসায়ী হাজী আব্দুল মালেকের গোডাউনে অভিযান চালানো হয়।

এ সময় গোডাউনে থাকা একটি ট্রাকে তল্লাশি চালিয়ে গমগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গম ও ঘটনায় জড়িত থাকায় আটক মাসুমকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে সহযোগিতা করেন, বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সারোয়ার কামাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরীসহ পুলিশ ও আনসারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।