ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নাসিরনগরে শত বছরের খেলার মাঠ দখলমুক্ত করার দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
নাসিরনগরে শত বছরের খেলার মাঠ দখলমুক্ত করার দাবি

ব্রাহ্মণবাড়িয়া: শত বছরের ঐতিহ্যবাহী খেলার মাঠকে দখল মুক্ত করার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মানববন্ধন করেছে গ্রামবাসী।

রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলার নাসিরপুর গ্রামবাসীর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন- নাসিরপুর গ্রামের বাসিন্দা বিপ্লব ভট্টচার্য, পান্ডব বিশ্বাস, আবু তাহের ও আকতার হোসেন।

বক্তারা অভিযোগ করেন, জেল খেটে আসা এক ব্যক্তি জামিনে এসে জমি দখলের জন্য এলাকার শত বছরের একটি খেলার মাঠের কোণায় টিনের ঘর তুলে রেখেছেন। এলাকার স্বার্থে মাঠটি দখলমুক্ত করা প্রয়োজন।

মানববন্ধন শেষে আয়োজকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ওসি) মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
কেএআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।