ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

আখাউড়ায় বাল্যবিয়ে বন্ধ, কনের মাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৭ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
আখাউড়ায় বাল্যবিয়ে বন্ধ, কনের মাকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে পন্ড করে দেওয়া হয়েছে। এসময় কনের মাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (১২ জুলাই) দুপুরে পৌর শহরের খালাজুড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান।

তিনি বাংলানিউজকে জানান, পৌরসভার খালাজুড়া গ্রামের তাছলিমা আক্তারের অপ্রাপ্তবয়স্ক মেয়ে সুচীকে পাশের গ্রাম মসজিদপাড়ার ব্রাজিল প্রবাসী জিয়া ইসলামের সঙ্গে বিয়ে দিচ্ছিলেন।

খবর পেয়ে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়ে বিয়ে পণ্ড করে দেন। এসময় কনের মাকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বাল্যবিয়ে নিরোধ আইন ২০০৭ ধারা মোতাবেক তাকে আর্থিক জরিমানা করা হয়। প্রাপ্ত বয়স হওয়ার আগ পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না মর্মে মুচলেকা নেওয়া হয় তাছলিমা আক্তারের কাছ থেকে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
কেএআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।