ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় বজ্রপাতের বিকট শব্দে কৃষকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
খুলনায় বজ্রপাতের বিকট শব্দে কৃষকের মৃত্যু

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলায় বজ্রপাতের বিকট শব্দ শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওয়াহেদ মোল্লা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলার শোলগাতিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের আব্দুল মোল্লার ছেলে।

তিনি পেশায় একজন কৃষক।

রুদাঘরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মো. মোস্তফা কামাল খোকন বাংলানিউজকে বলেন, বিকেল ঝড়-বৃষ্টির সময় ওয়াহেদ মোল্লা তার ঘেরে মাছের খাবার দিচ্ছিলেন। এ সময় বজ্রপাতের শব্দ শুনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন। আগে থেকেই তার হৃদরোগ ছিল।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জুলাই ১২ , ২০২০
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ