ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজবাড়ীতে খাদ্য সহায়তা পেল ৭০০ পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
রাজবাড়ীতে খাদ্য সহায়তা পেল ৭০০ পরিবার

রাজবাড়ী: রাজবাড়ী জেলা সদরের রামকান্তুপুর ইউনিয়নে ৭শ অসহায় পরিবারের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে চাল ও আড়াই কেজি আলু বিতরণ করা হয়েছে।

রোববার (১২ জুলাই) সকাল থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ খাদ্য বিতরণ শুরু হয়।

ইউনিয়নের প্রকৃত অসহায় মানুষের তালিকা করে এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন রামকান্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাশেম বিশ্বাস।

এসময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন পরিষদ সচিব সৈয়দ মেহেদী মাসুদ, রামকান্তুপুর ২ নম্বর ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ পিনু, ৩ নম্বর ওয়ার্ড সদস্য হারেজ সেখ, ৯নম্বর ওয়ার্ড সদস্য বাহাদুর বিশ্বাসসহ পরিষদের অনান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

রামকান্তপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল হাশেম বিশ্বাস জানান, রামকান্তুপুর ইউনিয়নের হতদরিদ্র, এতিম, বিধবা, বয়স্ক, কর্মহীন, প্রতিবন্ধী, অসুস্থসহ প্রকৃত অসহায় ৭শ পরিবারের মধ্যে জনপ্রতি ১০ কেজি করে চাল ও আড়াই কেজি করে আলু বিতরণ করা হয়েছে। করোনা মহামারির এ সময়ে সরকারি এ সহায়তা পেয়ে রামকান্তপুর ইউনিয়নবাসী অনেক খুশি।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।