ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মা'কে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাকৃবি ছাত্রের মৃত্যু

210 | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫২ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
মা'কে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাকৃবি ছাত্রের মৃত্যু

বাকৃবি (ময়মনসিংহ): মাকে বাঁচাতে গিয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আল-আমিন ইসলাম মিথুন।

রোববার (১২ জুলাই) সকাল ১০টায় এ ঘটনা ঘটে। মিথুন বগুড়া জেলার গাবতলী উপজেলার চকসাদু গ্রামের মো. মোজাম হোসেনের ছোট ছেলে।

মিথুনের বড় ভাই সাদেকুল ইসলাম বাংলানিউজকে জানান, করোনা ভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় মিথুন ও তার মা বোনের বাসা মানিকগঞ্জে অবস্থান করছিলেন। রোববার সকালে তার মা বিদ্যুৎস্পৃষ্ট হলে মিথুন মাকে বাঁচাতে গিয়ে নিজেই বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার মা বেঁচে আছেন।

এদিকে মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যুতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।  

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।