ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আরএমপিতে উপ-কমিশনার হিসেবে ৩ জনকে পদায়ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
আরএমপিতে উপ-কমিশনার হিসেবে ৩ জনকে পদায়ন

রাজশাহী: রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরে সংযুক্ত থাকা তিনজন উপ-পুলিশ কমিশনারকে পদায়ন করা হয়েছে। 

রোববার (১২ জুলাই) দুপুরে আরএমপি কমিশনার মো. হুমায়ুন কবির তাদের সদর দপ্তর থেকে নতুন কর্মস্থলে পদায়নের এই আদেশ জারি করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পদায়ন করা কর্মকর্তাদের একজন হলেন উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম। তাকে আরএমপি সদর দপ্তর থেকে উপ-কমিশনার পিওএম (পাব্লিক অর্ডার ম্যানেজমেন্টে) পদে নিযুক্ত করা হয়েছে। তিনি রাজশাহী সদর দপ্তরে সংযুক্ত হওয়ার আগে রাজশাহী রেঞ্জ পুলিশে ছিলেন।  

পদায়ন করা অপরজন হলেন উপ-পুলিশ কমিশনার বিভূতি ভূষন ব্যানার্জী। তাকে আরএমপি সদর দপ্তর থেকে মতিহার জোনের উপ-কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে। তিনি রাজশাহী সদর দপ্তরে সংযুক্ত হওয়ার আগে সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি) কর্মরত ছিলেন।  

অন্যজন হলেন উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল। তাকে আরএমপি সদর দপ্তর থেকে কাশিয়াডাঙ্গা জোনের উপ-কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে। তিনি রাজশাহী সদর দপ্তরে সংযুক্ত হওয়ার আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত ছিলেন।

পদায়নের আদেশ পেয়ে তারা নতুন কর্মস্থলে যোগদান করেছেন।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
এসএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad