ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে বিভাগে করোনায় মোট মৃত্যু ১০৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
সিলেটে বিভাগে করোনায় মোট মৃত্যু ১০৩

সিলেট: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটে আসিদুর রহমান নামে আরো এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৩ জনে।

রোববার (১২ জুলাই) সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আসিদুর গ্রামের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়।

তিনি চারদিন আগে ওই হাসপাতালে ভর্তি হন।
 
সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. জন্মেময় দত্ত বাংলানিউজকে বলেন, এখনো হাসপাতালে ৯৫ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ৯২ জনের করোনা পজিটিভ ও তিন জন উপসর্গ নিয়ে ভর্তি হন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় ১০ জন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
 
এরআগে গত ৪৮ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সুনামগঞ্জ সমিতি সিলেটের সহ-সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইছকড়ই গ্রামের বাসিন্দা। এ আইনজীবী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
 
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার (১১ জুলাই) সিলেটের বিয়ানীবাজার উপজেলার পশ্চিম ঘুঙ্গাদিয়া নিজ বাড়িতে মারা যান আনোয়ারা বেগম (৯০) নামে এক বৃদ্ধা। এছাড়া সিলেটের নর্থ-ইস্ট হাসপাতালে করোনায় মারা যান সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা শাহীন চৌধুরী (৪৫) ও নগরের মাউন্ড এডোরা হাসপাতালে মারা যান সিলেট সদরের আব্দুল খালিক (৬০) ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বাসিন্দা পঞ্চাশোর্ধ্ব তবারক আলী।  
 
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৩ জনে। এর মধ্যে সিলেট জেলাতেই মারা গেছেন ৭৯ জন, এরমধ্যে সুনামগঞ্জে ১০ জন, হবিগঞ্জে ছয় জন এবং মৌলভীবাজারে আট জন।  
 
রোববার পর্যন্ত বিভাগটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৯৬ জনে। এরমধ্যে সিলেট জেলায় তিন হাজার ৭০ জন, সুনামগঞ্জে এক হাজার ১৭০ জন, হবিগঞ্জে ৮৯৯ জন, মৌলভীবাজারে ৬৫৭ জন। এছাড়া বিভাগটিতে করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন দুই হাজার ২৩৬ জন। এর মধ্যে সিলেট জেলার ৬৬৭ জন, সুনামগঞ্জের ৮২১ জন, হবিগঞ্জের ৩৮৪ জন ও মৌলভীবাজার জেলার ৩৬৪ জন।
 
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।