ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীর নির্মাণাধীন সড়কগুলো আলোকায়ন করা হবে: মেয়র লিটন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
রাজশাহীর নির্মাণাধীন সড়কগুলো আলোকায়ন করা হবে: মেয়র লিটন

রাজশাহী: রাজশাহী মহানগরীতে নির্মাণাধীন সড়কগুলো আলোকায়ন করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 

রোববার (১২ জুলাই) দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের পানি ও বিদ্যুৎ স্থায়ী কমিটির সভায় মেয়র খায়রুজ্জামান লিটন এ কথা বলেন।

মেয়র লিটন বলেন, মহানগরীকে আলোকিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে এরই মধ্যে সুউচ্চ বিদ্যুৎ লাইটের পোল স্থাপন করা হয়েছে।

এতে রাতের মহানগরীর সৌন্দর্য অনেকগুন বেড়েছে। মহানগরীতে নির্মাণাধীন সড়কগুলোও আলোকায়ন করা হবে। এতে মহানগরীর সৌন্দর্য আরও বাড়বে।

সভায় সভাপতিত্ব করেন পানি ও বিদ্যুৎ স্থায়ী কমিটির সভাপতি ও ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু। এছাড়াও উপস্থিত ছিলেন- কমিটির সদস্য ও ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্বাস আলী সরদার, ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খন্দকার খায়রুল বাশার, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) রেয়াজেত হোসেন রিটু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
এসএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad