ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মহেশখালীতে অস্ত্র-গুলি উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
মহেশখালীতে অস্ত্র-গুলি উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া দ্বীপ থেকে দেশীয় তৈরি পাঁচটি অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (১২ জুলাই) দুপুর ২টার দিকে কোস্টগার্ড কক্সবাজার স্টেশন কর্মকর্তা লে. শাহ জিয়া এ তথ্য জানান। এর আগে ভোরে এ অভিযান চালানো হয়।

 

স্টেশন কর্মকর্তা জিয়া জানান, মহেশখালীর সোনাদিয়ার পুর্বভিটা চ্যানেলে একদল জলদস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে দুপুরে কোস্টগার্ড সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা বোট থেকে সাগরে ঝাঁপ দিয়ে প্যারাবনে পালিয়ে যান। পরে তাদের রেখে যাওয়া বোট তল্লাশি করে দেশীয় তৈরি পাঁচটি অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় বোটটিও জব্দ করা হয়।

তিনি বলেন, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি মহেশখালী থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
এসবি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।