ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বৃষ্টিতে বেড়েছে শীতলক্ষ্যার পানি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
বৃষ্টিতে বেড়েছে শীতলক্ষ্যার পানি

নারায়ণগঞ্জ: টানা কয়েকদিনের বৃষ্টিতে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পানি বেড়েছে। 

রোববার (১২ জুলাই) সরেজমিনে নদীর বন্দর ঘাট, নবীগঞ্জ ঘাট এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা যায়। এসময় দেখা যায় ঘাটগুলোর অনেক উপরে চলে এসেছে নদীর পানি।

 

নদী পারাপার হওয়া যাত্রীরা জানান, গত সপ্তাহেও পানি অনেক নিচে ছিল তবে এ সপ্তাহে বৃষ্টিতে পানি অনেক বেড়েছে। এভাবে টানা বৃষ্টি হলে কিছুদিন পরেই ঘাট সমান পানি হতে পারে। তবে নদীর পানি প্রবাহমান থাকায় শীতলক্ষ্যায় ময়লা পানি এখন কিছুটা দূর হয়েছে। নদীতে শিল্প কারখানার বর্জ্যে পানি কালো হয়ে থাকলেও এখন পানির প্রবাহ থাকায় সেটি কিছুটা কমেছে।  

বন্দর ঘাটের ইনচার্জ দিদার খন্দকার জানান, পানি অনেকাংশেই বেড়েছে তবে এখনও ঘাটের অনেক নিচে রয়েছে। বৃষ্টির পাশাপাশি পানি বৃদ্ধি পাওয়াতে আমরা নৌযান ও নদী পারাপারের নৌকাগুলোকে বিশেষ সতর্কতা অবলম্বন করে চলতে বলেছি।  

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ