ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঝিনাইদহে নতুন ২৫ জনের করোনা শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
ঝিনাইদহে নতুন ২৫ জনের করোনা শনাক্ত

ঝিনাইদহ: ঝিনাইদহে নতুন আরও ২৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪১৫ জন।

রোববার (১২ জুলাই) দুপুরে ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের করোনা ইউনিটের মেডিক্যাল অফিসার ও মুখপাত্র প্রসেনজিৎ বিশ্বাস পার্থ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বাংলানিউজকে জানান, সকালে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালের পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাব থেকে ঝিনাইদহে ৪৭টি ফলাফল এসেছে।

এর মধ্যে ২৫ জনের পজিটিভ শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্ত ২৫ জনের মধ্যে জেলার কালীগঞ্জে ১৮, শৈলকুপায় পাঁচ ও হরিণাকুণ্ডু উপজেলার আছেন দু’জন। মোট আক্রান্ত ৪১৫ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১৪৩ জন, মৃত্যুবরণ করেছেন আটজন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।