ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
গোপালগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো

গোপালগঞ্জ: গোপালগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়ালো। গত ২৪ ঘণ্টায় নতুন ১৫ জনসহ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১ জনে দাঁড়িয়েছে। এ পর‌্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। 

রোববার (১২ জুলাই) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নতুন আক্রান্ত ১৫ জনের মধ্যে গোপালগঞ্জ সদরে ৯, কোটালীপাড়ায় ৬ ও মুকসুদপুর উপজেলায় রয়েছেন ৩ জন।

আক্রান্তদের আইসোলেশনে নেওয়ার পাশাপাশি পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আক্রান্তদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

সিভিল সার্জন আরও জানান, মোট আক্রান্ত ১০০১ জনের মধ্যে জেলা সদরে ২৯৯ জন, টুঙ্গিপাড়ায় ১৬৮, কোটালীপাড়ায় ১৫১, মুকসুদপুরে ২০০ ও কাশিয়ানী উপজেলায় ১৮৩ রয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬১২ জন ও অন্য ৩৭৩ জন জেলার বিভিন্ন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও বাড়িতে চিকিৎসাধীন। এছাড়া মৃত্যুবরণ করেছেন ১৬ জন। এর মধ্যে জেলা সদরে ৪, টুঙ্গিপাড়ায় ৪, কোটালীপাড়ায় ১, কাশিয়ানীতে ৩ ও মুকসুদপুর উপজেলায় ৪ জন।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।