ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শেবাচিমে ২৪ দিনের শিশুসহ করোনায় ৪ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
শেবাচিমে ২৪ দিনের শিশুসহ করোনায় ৪ জনের মৃত্যু

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে (শেবাচিম) হাসপাতালে দুইদিনে ২৪ দিন বয়সী এক শিশুসহ করোনায় আক্রান্ত হয়ে ৪ জন রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার (১১ জুলাই) সকাল থেকে রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ১০ টার মধ্যে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থান তাদের মৃত্যু হয়।

শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টা ১০ মিনিটে বরিশাল নগরের ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা গোলাম হোসেনের ২৪ দিন বয়সী শিশু সন্তান শিরিন শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এর আগে তাকে ৬ জুলাই রাতে সাড়ে ১২টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির সময় তার বয়স ছিল ১৭ দিন, আর ভর্তির আগে ১ জুলাই ওই শিশুর নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ আসে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ এস এম মনিরুজ্জামান।

এছাড়া শনিবার (১১ জুলাই) বিকেল ৪ টায় বরিশাল নগরের ২৩ নম্বর ওয়ার্ডের সাগরদী এলাকার বাসিন্দা সিদ্দিক আলী (৮০) শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে সে ৪ জুলাই বিকেল ৪টা ২০ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। ভর্তির পর ৯ জুলাই তার নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ আসে।

একইদিন পটুয়াখালী জেলার খেপুপাড়া এলাকার বাসিন্দা সূর্য্য বানু (৮৬) শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সে ৭ জুলাই বিকেল রাত ১০ টা ৪০ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। ভর্তির আগে ৫ জুলাই তার নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ আসে।

অপরদিকে শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা লুৎফর রহমান (৬৫) শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর আগে তিনি ২৮ জুন বিকেল ৫ টা ৫০ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন।  ভর্তির পর ২৯ জুন তার নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ আসে।

এ পর্যন্ত বরিশাল শেবাচিম হাসপাতালে করোনা, আইসোলেশন ও আইসিইউ ইউনিটে ১৩১ জন রোগী মৃত্যুবরণ করেছেন। যারমধ্যে ৫১ জন রোগী করোনায় আক্রান্ত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
এমএস/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।