ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনায় আক্রান্ত যশোরের সিভিল সার্জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
করোনায় আক্রান্ত যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন

যশোর: করোনায় আক্রান্ত হয়েছেন যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন।

রোববার (১২ জুলাই) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারে সিভিল সার্জনের পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ আসে।

আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বাংলানিউজকে বলেন, গত কয়েকদিন জ্বর হওয়ায় তিনি শনিবার (১১ জুলাই) নিজের নমুনা সংগ্রহ করে যবিপ্রবি ল্যাবে পাঠিয়েছিলেন।

তবে রোববার ফলাফল পজিটিভ এসেছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তিনি সরকারি বাংলোতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন। পরে শারীরিক অবস্থার ওপর সবকিছু নির্ভর করবে।

এর আগে, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায়, স্ত্রী ও এক কন্যাসহ করোনা আক্রান্ত হয়েছিলেন। তবে ইতোমধ্যে তিনি সুস্থ হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।