ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে ইউএনওসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
নাটোরে ইউএনওসহ আরও ১৩ জনের করোনা শনাক্ত

নাটোর: নাটোরে শেষ ২৪ ঘণ্টায় গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) নতুন করে আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৪ জনে। বিপরীতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৯৭ জন। 

শনিবার (১১ জুলাই) দিনগত রাত সাড়ে ৯টায় জেলা সিভিল সার্জন অফিসের সিনিয়র মেডিক্যাল টেকনোলজিস্ট মো. হাফিজার রহমান এসব তথ্য জানান।  

তিনি বলেন, শনিবার রাত ৮টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) ল্যাব থেকে নাটোরের ৩৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাঠানো হয়েছে।

এর মধ্যে ২৬ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। অন্যদিকে গুরুদাসপুরের ইউএনও মো. তমাল হোসেনসহ ১৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। আক্রান্ত বাকিদের মধ্যে ৮ জন বড়াইগ্রামের, ২ জন নাটোর সদরের, ১ জন বাগাতিপাড়ার ও ১ জন গুরুদাসপুরের।  

নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান বাংলানিউজকে জানান, নতুন ১৩ জন নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯৪ জনে। শনাক্তদের মাঝে ইতোমধ্যে ৯৭ জন সুস্থ হয়ে উঠেছেন। মৃত্যু হয়েছে একজনের। নতুন শনাক্তদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। তাদের বাড়ি বা প্রতিষ্ঠান লকডাউন করারও নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, জুলাই ১১, ২০২০ 
এমআর/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।