ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

জামালপুরে ধেয়ে আসছে বন্যা, যমুনার পানি বিপৎসীমার উপরে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
জামালপুরে ধেয়ে আসছে বন্যা, যমুনার পানি বিপৎসীমার উপরে

জামালপুর: জামালপুরে দ্বিতীয়বারের মতো ধেয়ে আসছে বন্যা। শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় জামালপুরে যমুনার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ‍উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল মান্নান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় ১৯ সেন্টিমিটার পানি বেড়ে শনিবার সন্ধ্যায় জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট এলাকায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

প্রথম দফা বন্যার ধকলের মধ্যে ৭ দিনের ব্যবধানে ২য় দফায় বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি।

ইতোমধ্যেই ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নের প্রায় ৩০ গ্রাম প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এদিকে এবারের বন্যা আরও দীর্ঘস্থায়ী হবে বলে জানিয়েছে জামালপুর পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু সাঈদ জানান, ভারতে প্রচুর পরিমাণ বৃষ্টিপাতের কারণে দ্রুতই যমুনার পানি বাড়ছে। ভারতীয় আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী এই বৃষ্টিপাত আগামী ১৪ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। ফলে যমুনার পানি বৃদ্ধি আরও ৪ থেকে ৫ দিন অব্যাহত থাকবে। এতে করে ১ম দফা বন্যার মতই পানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।