ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নাটোরে রেলস্টেশনে পাথর প্যাকিং কাজ পরিদর্শনে রেলের জিএম  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
নাটোরে রেলস্টেশনে পাথর প্যাকিং কাজ পরিদর্শনে রেলের জিএম  

নাটোর: নাটোর রেলওয়ে স্টেশন এলাকায় পাথর প্যাকিং কার্যক্রম পরিদর্শন করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ।

শনিবার (১১ জুলাই) দুপুরে রেলস্টেশন এলাকায় হস্তচালিত প্যাকিং মেশিন দিয়ে রেললাইন প্যাকিং কাজ করার সময় তিনি রেলের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তা পরিদর্শন করেন।  

কাজের অগ্রগতিতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন বলে জানান নাটোরের স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী।

 

এসময় মিহির কান্তি গুহ ছাড়া কর্মকর্তাদের মধ্যে ছিলেন- পশ্চিমাঞ্চল রেলের চিফ অপারেটর সুপারিনটেন্ডেন্ট শহিদুল ইসলাম, নাটোরে স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্তী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।