ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা অনেক: শাহরিয়ার আলম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা অনেক: শাহরিয়ার আলম

ঢাকা: করোনাকালীন সময়ে দেশের তরুণরাই সবথেকে বেশি এগিয়ে এসেছে। ডাক্তার, নার্স, নমুনা সংগ্রহকারী, স্বেচ্ছাসেবক এবং মরদেহ দাফনের ক্ষেত্রে যারা বয়সে তরুণ, এখন তারাই সর্বাগ্রে অগ্রসর। তাদের এই তারুণ্যের অনুপ্রেরণা বয়োজষ্ঠেদর জন্যও অন্যতম উৎসাহ। তারুণ্যের হাত ধরে দেশ এগিয়ে যাবে আরও অনেক দূর।

শনিবার (১১ জুলাই) ‘ইয়ুথ ফর গ্লোবাল বাংলাদেশ’ এর উদ্বোধনের মিডিয়া ব্রিফিং এবং লোগো উন্মোচনের সময় এ কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

তিনি বলেন, ঢাকা সিটিকে ২০২০ সালের জন্য ওআইসি’র ইয়ুথ ক্যাপিটাল হিসেবে ঘোষণা করা হয়েছে।

আগামী ২৭ তারিখ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে, বাংলাদেশে বৈশ্বিকভাবে যুবদের জন্য অনেক এগিয়ে আছে।

তিনি বলেন, ‘সুন্দর ভবিষ্যতের জন্য তরুণদের সমতা এবং সক্ষমতা’ প্রতিপাদ্যে আয়োজিত হবে এবাবের উৎসব। আমরা আমাদের তারুণ্যের শক্তি দিয়ে শুধু নিজেদের ১৬০ মিলিয়ন জনসংখ্যা নয়, বরং ওআইসির দেশগুলোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।

আয়োজনে এসময় আরও বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের এবং ওআইসি সদস্যভুক্ত দেশের মধ্যে বন্ধন সুদৃঢ় হবে। বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে আরও বেশি মূর্ত হয়ে উঠবে। এছাড়া এর প্লাটফর্মের মাধ্যমে আমাদের অর্জনগুলো আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারবো।

তিনি বলেন, ইয়ুথ ক্যাপিটালের আয়োজন শেষ হলেও 'ইয়ুথ ফর গ্লোবাল বাংলাদেশ' এর মাধ্যেম আমরা আমাদের দেশের তরুণদের নিয়ে কাজ করে যাবো। তাদের কিভাবে আরও বেশি দক্ষ করে গড়ে তোলা যায়, সে লক্ষ্যেই কাজ করা হবে। এছাড়া ১০ জনকে দেওয়া হবে ‘বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ অ্যাওয়ার্ড’।

১২ এপ্রিল উদ্বোধনী আয়োজনের কথা ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খুরশিদ খাস্তগীর, যুব ও ক্রীড়া মন্ত্রণালেয়ের সচিব আক্তার হোসেন সহ অন্য কর্মকর্তারা।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষপের মাধ্যমে দেশের যুব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ঢাকাকে ‘ওআইসির যুব রাজধানী ২০২০’ হিসেবে ঘোষণা করা হয়। এটি যুবকদের মধ্যে বাংলাদেশের একটি ইতিবাচক চিত্র তুলে ধরে গুরুত্ব রাখবে। গত এপ্রিলে এর উদ্বোধনের কথা থাকলেও করোনা পরিস্থির কারণে তা কিছুটা পিছিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
এইচএমএস/এনটিদেশের উন্নয়নে তরুণদের ভূমিকা অনেক: শাহরিয়ার আলম

স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: করোনাকালীন সময়ে দেশের তরুণরাই সবথেকে বেশি এগিয়ে এসেছে। ডাক্তার, নার্স, নমুনা সংগ্রহকারী, স্বেচ্ছাসেবক এবং লাশ দাফনের ক্ষেত্রে যারা বয়সে তরুণ, এখন তারাই সর্বাগ্রে অগ্রসর। তাদের এই তারুণ্যের অনুপ্রেরণা বয়োজষ্ঠেদর জন্যও অন্যতম উৎসাহ। তারুণ্যের হাত ধরে দেশ এগিয়ে যাবে আরও অনেক দূর।

শনিবার (১১ জুলাই) ‘ইয়ুথ ফর গ্লোবাল বাংলাদেশ’ এর উদ্বোধনের মিডিয়া ব্রিফিং এবং লোগো উন্মোচনের সময় এমন কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

তিনি বলেন, ঢাকা সিটিকে ২০২০ সালের জন্য ওআইসি’র ইয়ুথ ক্যাপিটাল হিসেবে ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ তারিখ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে, বাংলাদেশে বৈশ্বিকভাবে যুবদের জন্য অনেক এগিয়ে আছে।

তিনি বলেন, ‘সুন্দর ভবিষ্যতের জন্য তরুণদের সমতা এবং সক্ষমতা’ প্রতিপাদ্যে আয়োজিত হবে এবাবের উৎসব। আমরা আমাদের তারুণ্যের শক্তি দিয়ে শুধু নিজেদের ১৬০ মিলিয়ন জনসংখ্যা নয়, বরং ওআইসির দেশগুলোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চাই।

আয়োজনে এসময় আরও বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। তিনি বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের এবং ওআইসি সদস্যভুক্ত দেশের মধ্যে বন্ধন সুদৃঢ় হবে। বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে আরও বেশি মূর্ত হয়ে উঠবে। এছাড়া এর প্লাটফর্মের মাধ্যমে আমাদের অর্জনগুলো আমরা সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারবো।

তিনি বলেন, ইয়ুথ ক্যাপিটালের আয়োজন শেষ হলেও 'ইয়ুথ ফর গ্লোবাল বাংলাদেশ' এর মাধ্যেম আমরা আমাদের দেশের তরুণদের নিয়ে কাজ করে যাবো। তাদের কিভাবে আরও বেশি দক্ষ করে গড়ে তোলা যায়, সে লক্ষ্যেই কাজ করা হবে। এছাড়া ১০ জনকে দেওয়া হবে ‘বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ অ্যাওয়ার্ড’।

১২ এপ্রিল উদ্বোধনী আয়োজনের কথা ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক খুরশিদ খাস্তগীর, যুব ও ক্রীড়া মন্ত্রণালেয়ের সচিব আক্তার হোসেন সহ অন্য কর্মকর্তারা।

উল্লেখ্য, বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষপের মাধ্যমে দেশের যুব উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ঢাকাকে ‘ওআইসির যুব রাজধানী ২০২০’ হিসেবে ঘোষণা করা হয়। এটি যুবকদের মধ্যে বাংলাদেশের একটি ইতিবাচক চিত্র তুলে ধরে গুরুত্ব রাখবে। গত এপ্রিলে এর উদ্বোধনের কথা থাকলেও করোনা পরিস্থির কারণে তা কিছুটা পিছিয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
এইচএমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।