ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

পাকুন্দিয়ায় বজ্রপাতে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
পাকুন্দিয়ায় বজ্রপাতে মাদ্রাসাছাত্রের মৃত্যু

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বজ্রপাতে মো. রাজু মিয়া (১৬) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। 

শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

রাজু মিয়া উপজেলার নয়াপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ও সালুয়াদী হামিদিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে বাড়ির পাশের একটি জমিতে হাঁসকে খাবার খাওয়াতে নিয়ে যায় রাজু। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতে গুরুতর আহত হয় রাজু। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২০ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।