ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় মো. আইয়ুব আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শনিবার (১১ জুলাই) দুপুরের দিকে উপজেলার টেটনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আইয়ুব আলী উপজেলার টেটনপাড়া ধুলাউড়ি গ্রামের বাসিন্দা।


 
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, এক বছর আগে ব্রেন স্ট্রোক করার পর পক্ষাঘাত রোগে আক্রান্ত হন আইয়ুব আলী। এরপর থেকে তিনি কানে কম শুনতেন এবং কথাও বলতে পারতেন না। এছাড়া তিনি খুড়িয়ে খুড়িয়ে চলাফেরা করতেন।
 
শনিবার দুপুরে টেটনপাড়া এলাকায় একটি দোকানে চা পান করে রেল লাইনের ওপর ওঠেন আইয়ুব আলী। এসময় ঢাকাগামী  আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রমকালে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন বাড়িতে নিয়ে যান। ঘটনাটি রেল পুলিশকে অবহিত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুলাই ১১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।