ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে করোনার নমুনা জট নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
সিলেটে করোনার নমুনা জট নেই

সিলেট: সিলেটে করোনার নমুনা জট নেই বলে মন্তব্য করেছেন সচিব লোকমান আহমদ।

তিনি বলেন, বর্তমানে তিনটি শিফটে কাজ চলছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবেও নমুনা পরীক্ষার হার বেড়েছে।

শুক্রবার (১০ জুলাই) সিলেটের খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসেব কথা বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব লোকমান মিয়া।

তিনি শুক্রবার বিকেল সাড়ে ৪টায় করোনা আইসোলেশন সেন্টার হিসেবে প্রস্তুত করা ওই হাসপাতাল পরিদর্শনে যান সচিব লোকমান মিয়া।

পরিদর্শনকালে তিনি আরও বলেন, ‘খাদিমপাড়া হাসপাতাল একটি আইসোলেশন সেন্টার। এখানে উপসর্গ নিয়ে ব্যক্তিরা আসতে পারেন। এটা করোনা হাসপতাল নয়। এখানে আসলে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।

এসময় সচিব লোকমান আহমদ হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

এসময় বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল এবং অত্র হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. আবেদা বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
এনইউ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।