ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে পিয়াইন নদীতে নৌকা ডুবে ২ শ্রমিক নিখোঁজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
সিলেটে পিয়াইন নদীতে নৌকা ডুবে ২ শ্রমিক নিখোঁজ

সিলেট: সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীতে বালুবোঝাই একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। 
 

শুক্রবার (১০ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করতে পারেনি ডুবুরিরা। নিখোঁজ শ্রমিকরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুরের সেলিম মিয়া ও বাবুল মিয়া।


 
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৯ জুলাই) দিনগত রাত ২টার দিকে বাল্কহেডের ধাক্কায় নদী তীরে নোঙর করে রাখা বালুবোঝাই একটি ইঞ্জিন নৌকা তলিয়ে যায়। এসময় নয়জন তীরে উঠতে সক্ষম হলেও দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন।
 
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বাংলানিউজকে বলেন, নদীকে অতিরিক্ত স্রোত ছিল। এ অবস্থায় বাল্কহেডের ধাক্কায় বালুবোঝাই একটি নৌকা ডুবে যায়। নৌকাতে থাকা ১১ জন বালুশ্রমিকের মধ্যে নয়জনকে জীবিত উদ্ধার করা গেলেও দু’জন শ্রমিক এখনও নিখোঁজ রয়েছেন।  

তিনি বলেন, নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে। ফলে সন্ধ্যায় উদ্ধার কাজ স্থগিত রেখেছেন দমকল বাহিনীর ডুবুরিরা। নিখোঁজ দুই শ্রমিক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাসিন্দ।
 
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।