ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হবিগঞ্জে আরও ২৯ জনের করোনা শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
হবিগঞ্জে আরও ২৯ জনের করোনা শনাক্ত

হবিগঞ্জ: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ হবিগঞ্জে নতুন করে আরও ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৯১ জন। এর মধ্যে মারা গেছেন ছয়জন।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি জানান, নতুন আক্রান্ত ২৯ জনের মধ্যে হবিগঞ্জ সদরের ১৪, মাধবপুরের ৭, চুনারুঘাটের ৩, নবীগঞ্জের ৩ ও বাহুবল উপজেলার দু’জন আছেন।

এদের মধ্যে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের হিসাবে, গত ১১ এপ্রিল থেকে হবিগঞ্জে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৬৭ জন ও মারা গেছেন ছয়জন। তবে মারা যাওয়াদের মধ্যে দু’জন ছিলেন ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।