ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

নলডাঙ্গায় ট্রলিচাপায় হেলপার নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
নলডাঙ্গায় ট্রলিচাপায় হেলপার নিহত 

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলায় বাঁশ বোঝাই ট্রলির নিচে চাপা পড়ে এর হেলপার মো. জনি (২০) নিহত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের চকপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জনি উপজেলার সেনভাগ লক্ষ্মীকোল গ্রামের মজিবুর রহমান ডলারের ছেলে।

নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আক্কাস আলী এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, দুপুরে বাঁশ বোঝাই ট্রলিটি সেনভাগ লক্ষ্মীকোল গ্রাম থেকে নলডাঙ্গা উপজেলার মাধনগর গ্রামে যাচ্ছিল। পথে মদনহাট-বাসুদেবপুর সড়কের চকপাড়ায় পৌঁছালে চাকা সড়কের গর্তে পড়ে ট্রলিটি পাশেই উল্টে যায়। এতে ওই ট্রলির নিচে চাপা পড়ে হেলপার জনি ঘটনাস্থলেই মারা যান।   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।