ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজশাহীতে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
রাজশাহীতে বাস-ট্রলি সংঘর্ষে নিহত ১

রাজশাহী: রাজশাহীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রলির মুখোমুখি সংঘর্ষে কাওসার আলী (২২) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন।

শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পবা উপজেলার আলীমগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত কাওসার মহানগরের কাশিয়াডাঙ্গা এলাকার আবদুল বারীর ছেলে।

আহতরা হলেন- মঈন (২৫) ও নাজিম (২৮)। তাদের বাড়িও একই এলাকায়।

রাজশাহী মহানরের দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ট্রলিটি ভাটা থেকে ইট নিয়ে যাচ্ছিল। পথে পবার আলীমগঞ্জ এলাকায় এলে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রলিটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাওসারের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত দু’জনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পরে পুলিশ নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি ফেলে চালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে তাদের বিরুদ্ধে মামলা হবে। ফেলে যাওয়া বাসটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।