ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাহারা খাতু‌নের মৃত্যুতে ইয়াফেস ওসমানের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
সাহারা খাতু‌নের মৃত্যুতে ইয়াফেস ওসমানের শোক

ঢাকা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রীর স্থপতি ইয়াফেস ওসমান।

শুক্রবার (১০ জুলাই) এক শোকবার্তায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী বলেন, সাহারা খাতুন ছিলেন বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত এক সৈনিক। দেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মন্ত্রী  হিসেবে তার অবদান এদেশে স্মরণীয় হয়ে থাকবে।

তার মতো অনুকরণীয় ও  আদর্শিক রাজনীতিবিদের  মৃত্যু দেশ এবং জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

শোকবার্তায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টায় সাহারা খাতুন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জুলাই ১০, ২০২০ 
এসকে/আরআইএস/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।