ঢাকা, সোমবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

জাতীয়

কলাবাগানে গলায় রশি পেঁচানো এক নারীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৩, জুলাই ১০, ২০২০
কলাবাগানে গলায় রশি পেঁচানো এক নারীর মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কলাবাগান গ্রিন রোড থেকে অজ্ঞাত (৪০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে ছিল প্রিন্টের কামিজ ও ছাই রংয়ের সালোয়ার।

শুক্রবার (১০ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে খবর পেয়ে গ্রিনরোড পান্থপথ জামে মসজিদের পাশের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়।

 

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আ ফ ম আসাদুজ্জামান জানান, সকালে খবর পেয়ে গ্রিন রোডের পান্থপথ জামে মসজিদের পাশের রাস্তা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এসময় মৃত নারীর গলায় রশি পেঁচানো ছিল। থুতনিতে গলায় আঘাতের চিহ্ন আছে।

ধারণা করা হচ্ছে রাতের যেকোনো সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে গেছে। তার পরিচয়সহ ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
এজেডএস/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।