ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবি। ছবি: জি এম মুজিবুর

ঢাকা: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

শুক্রবার (১০ জুলাই) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ ছাত্র পরিষদের আয়োজনে মানববন্ধনে চাকরি প্রত্যাশীরা অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র পরিষদের আহবায়ক মো. আলআমিন রাজু, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল হোসাইন, কেন্দ্রীয় নেতা সুদীপ রায়, নিলয় হোসেন, শাহরিয়ার হোসাইন, রুহুল চৌধুরী, শামসুদ্দিন মাসুদ ও আতাউর রহমান প্রমুখ।  

মানববন্ধনে বাংলাদেশ ছাত্র পরিষদের আহবায়ক আল আমিন রাজু বলেন, করোনা ভাইরাসের থাবায় ব্যবসা বাণিজ্য যখন স্থবির, বিভিন্ন খাতে সরকারের প্রণোদনা দেওয়া ইতিবাচক, কিন্তু বেকারদের বেলায় সরকার কেন নিশ্চুপ? বেকারদের জন্য প্রণোদনার উপহার স্বরূপ কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে উৎসাহিত করতে বিনা জামানতে ১০ বছর বিনা সুদে ১০ লাখ টাকা ঋণ সুবিধা দিতে হবে। উন্নত দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে চাকরিতে প্রবেশের বয়সসীমা নূন্যতম ৩৫ করতে হবে। এটা এদেশের লাখ লাখ শিক্ষিত বেকারদের প্রাণের দাবি।
 
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
টিএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad