ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লাথি দিয়ে ছাদ থেকে ফেলে শ্রমিককে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
লাথি দিয়ে ছাদ থেকে ফেলে শ্রমিককে হত্যা প্রতীকী

ঢাকা: রাজধানীর মিরপুরে কথা কাটাকাটির জেরে লাথি দিয়ে ছাদ থেকে ফেলে মাহবুবুল আলম (৫০) নামে এক নির্মাণ শ্রমিককে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।

মিরপুর মডেল থানার উপ-পরিদশর্ক (এসআই) খুরশিদ আলম জানান, মিরপুরের পূর্ব মনিপুর কাঁঠালতলা পানির পাম্পের পাশে একটি নির্মাণাধীন ভবনের ছাদে কাজ করছিলেন মাহবুব আলম। সহকর্মী সুমনের সঙ্গে কয়েকদিন আগে তার কথা কাটাকাটি হয়েছিল। সেই ঘটনার জেরে বুধবার দুপুরে তাদের মধ্যে আবার বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে মাহবুবকে লাথি দিয়ে ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেন সুমন। পরে অন্য সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, ঘাতক সুমনকে আটক করা হয়েছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।