ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধামরাইয়ে স্বর্ণের বারসহ আটক ৫

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
ধামরাইয়ে স্বর্ণের বারসহ আটক ৫

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে ২৫ ভরি ওজনের দুইটি স্বর্ণের বারসহ চোরাকারবারী চক্রের পাঁচ জনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাসুদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

আটকরা হলেন- বশির, রুবেল, কামরুজ্জামান, দিদার-১ ও দিদার-২।

ধামরাই থানার পরিদর্শক (অপারেশন) মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ জুলাই) দিনগত রাতে ধামরাইয়ের পটল এলাকায় একটি প্রাইভেটকার থামিয়ে চালক কামরুজ্জামান ও দিদার-১ ও দিদার-২ নামে দুই যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে ধামরাইয়ের অন্য এলাকার বিদেশ ফেরত রুবেলের বাড়িতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা দুইটি স্বর্ণে বার (২৫ ভরি) জব্দ করা হয়। সে সময় রুবেল ও বশিরকে আটক করা হয়।  

আটকদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।