ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু 

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলু মিয়া (৪৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন নবিজার রহমান (৪০) নামে আরও এক কৃষক। 

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কৃষক ফজলু ওই গ্রামের বাসিন্দা।

আহত নবিজার রহমান একই এলাকার দেবারুর ছেলে।

হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ নুরল আমিন সরকার বাংলানিউজকে জানান, দক্ষিণ গড্ডিমারী গ্রামের একটি জমিতে আমন ধানের চারা রোপণ করছিলেন একদল কৃষক। ওই জমির উপর দিয়ে যাওয়া ১১ কেভি বিদ্যুৎ লাইনের তার হঠাৎ ছিড়ে নিচে পড়লে কৃষক ফজলু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। আর গুরুতর আহত হন নবিজার। খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা আহত নবিজারকে উদ্ধার করে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি করেন।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad