ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রিজেন্টের চেয়ারম্যান সাহেদের ভায়রা র‌্যাব হেফাজতে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
রিজেন্টের চেয়ারম্যান সাহেদের ভায়রা র‌্যাব হেফাজতে

ঢাকা: রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের ভায়রা ও টিভি নাটকের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান ‘টেলিহোম’র প্রধান মোহাম্মদ আলী বশিরকে নিজেদের হেফাজতে নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (০৮ জুলাই) দিনগত রাতে বনানীর টেলিহোমের অফিস থেকে আলী বশিরকে হেফাজতে নেয় র‌্যাব। সাহেদের অবৈধ টাকা দিয়েই আলী বশির নাটক প্রযোজনা করতেন বলে অভিযোগ রয়েছে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, সাহেদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে আলী বশিরকে আনা হয়েছে।

এদিকে, রিজেন্টে অনিয়ম ও প্রতারণার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. সাহেদকে গ্রেফতারে বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রেখেছে র‌্যাব। শিগগির তাকে গ্রেফতার করা সম্ভব হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন>> রিজেন্টের চেয়ারম্যান সাহেদের সহযোগী গ্রেফতার

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
পিএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।