ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈশ্বরদীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
ঈশ্বরদীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদীতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাণী বেগম (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামে স্বামীর বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রাণী ওই উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভাড়ইমারী গ্রামের আনন্দবাজার এলাকার কৃষক আকমল হোসেনের মেয়ে।

 

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, সকালে বাড়ির পাশে আম গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। তবে এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে মামলা দায়ের করা হবে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় অপমৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত হয়েছে।   

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।