ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খুলনায় করোনা আক্রান্ত রোগীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
খুলনায় করোনা আক্রান্ত রোগীর মৃত্যু প্রতীকী ছবি

খুলনা: করোনা আক্রান্ত হয়ে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  

বুধবার (৮ জুলাই) দিনগত রাতে তার মৃত্যু হয়।

শরিফ উদ্দিন মহানগরীর শেরে বাংলা রোডের বাসিন্দা।  

করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ বাংলানিউজকে জানান, করোনা পজিটিভ নিয়ে বুধবার (৮ জুলাই) হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন শরিফ উদ্দিন। দিনগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে খুলনায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৩ জনে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
এমআরএম/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।