ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ইতালির বিমানবন্দর থেকেই ফেরত আসছেন ১২৫ বাংলাদেশি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, জুলাই ৯, ২০২০
ইতালির বিমানবন্দর থেকেই ফেরত আসছেন ১২৫ বাংলাদেশি কাতার এয়ারওয়েজ। ফাইল ফটো

ঢাকা: কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যাওয়া ১২৫ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ইতালি।

বৃহস্পতিবার (৯ জুলাই) কাতার এয়ারওয়েজের ফিরতি ট্রানজিট ফ্লাইটে দেশে ফিরবেন এসব বাংলাদেশি।

 


বুধবার (৮ জুলাই) ইতালির স্থানীয় সংবাদমাধ্যম আইএল মেসেজারোর এক প্রতিবেদনে এতথ্য জানানো হয়।  

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে ইতালি যাওয়া বেশ ক'জন যাত্রীর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এরই পরিপ্রেক্ষিতে ইতালিতে এক সপ্তাহের জন্য বাংলাদেশের সব ফ্লাইট স্থগিত করা হয়। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশিরা কাতার এয়ারওয়েজে দোহায় ট্রানজিট হয়ে ইতালি যান। কিন্তু ইতালির কর্তৃপক্ষ সেই ১২৫ বাংলাদেশিকে ইতালিতে প্রবেশের অনুমতি দেয়নি। ফলে বিমানবন্দর থেকেই দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় তাদের।  

কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ বলেছে, বিমানটি ঢাকা থেকে সরাসরি রোমে আসেনি। তাই তারা বাংলাদেশি যাত্রী বহন করেছেন।  

বাংলাদেশ সময়: ০০৪৮ ঘণ্টা, জুলাই ০৯, ২০২০
টিএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।