ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনায় কুষ্টিয়ায় ৪ জনের মৃত্যু, খুললো সব দোকান-শপিংমল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, জুলাই ৮, ২০২০
করোনায় কুষ্টিয়ায় ৪ জনের মৃত্যু, খুললো সব দোকান-শপিংমল প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৭ জুলাই) বিকেল থেকে বুধবার (০৮ জুলাই) দুপুর পর্যন্ত কুষ্টিয়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে নিজ বাড়িতে তাদের মৃত্যু হয় বলে জানান কুষ্টিয়ার সিভিল সার্জন অফিস।

মৃতদের মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের এক চিকিৎসকের মাসহ তিনজনই নারী এবং একজন পুরুষ। তাদের বয়স ৫০-৭০ মধ্যে।

একদিকে হু-হু করে বাড়ছে আক্রন্তের সংখ্যা অন্যদিকে শারিরীক দুরত্ব ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন শহরের ব্যবসায়ীরা। এতে বিষেশ করে কুষ্টিয়া সদর উপজেলার পৌর ও শহর এলাকার মানুষের মধ্যে চরম অতঙ্ক দেখা দিয়েছে।

মঙ্গলবার (০৭ জুলাই) পর্যন্ত জেলায় কোভিড রোগীর সংখ্যা ৮১৫ জনে দাঁড়িয়েছে। দীর্ঘ ২ সপ্তাহ লকডাউন শেষে বুধবার সকাল ১০টা থেকে কুষ্টিয়া ও ভেড়ামারা পৌরসভায় খুলে দেওয়া হয়েছে সব ধরনের দোকানপাট ও শপিং মল।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচএম আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, করোনায় মৃত চারজন হলেন কুষ্টিয়া পৌরসভার ত্রিমোহনী, কমলাপুর, স্টেডিয়ামপাড়া বা কালীশংকরপুরের বাসিন্দা। এ পর্যন্ত জেলায় ১৯ জন করোনায় মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জুলাই ০৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad