ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিএসআরএফ সদস্যদের সুরক্ষা সামগ্রী দিলো বিসিএস ৮৫ ফোরাম

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জুলাই ৮, ২০২০
বিএসআরএফ সদস্যদের সুরক্ষা সামগ্রী দিলো বিসিএস ৮৫ ফোরাম বিএসআরএফ সদস্যদের সুরক্ষা সামগ্রী দিয়েছে বিসিএস ৮৫ ফোরাম

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সদস্যদের সুরক্ষা সামগ্রী দিয়েছে বিসিএস ৮৫ ফোরাম।

বুধবার (০৮ জুলাই) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস ও সাধারণ সম্পাদক শামীম আহমেদের কাছে মাস্ক তুলে দেন বিসিএস ৮৫ ফোরামের সভাপতি ও সাবেক সচিব মো. মোশাররফ হোসেন এবং সহ-সভাপতি ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব বলেন, সাংবাদিকরা ফ্রন্ট লাইনে সব জায়গায় গিয়ে সংবাদ সংগ্রহ করেন। এজন্য বিসিএস ৮৫ ফোরামের পক্ষ থেকে সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী বিতরণ করছি।

এ সময় বিসিএস ৮৫ ফোরামের পক্ষ থেকে কোয়ান্টাম ফাউন্ডেশন ও আল-মারকাজুল ইসলামকে সুরক্ষা সামগ্রী ও অর্থের চেক হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জুলাই ০৮, ২০২০
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।