ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সুন্দরবনে দস্যুতায় সম্পৃক্ততার অভিযোগে ঠিকাদার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৬ ঘণ্টা, জুলাই ৮, ২০২০
সুন্দরবনে দস্যুতায় সম্পৃক্ততার অভিযোগে ঠিকাদার আটক সুন্দরবনে দস্যুতায় সম্পৃক্ততার অভিযোগে ঠিকাদার আটক

সাতক্ষীরা: সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় ও দস্যুদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তুহিন নামে সাতক্ষীরা শহরের এক ঠিকাদারকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) তাকে আটক করা হয়।

আটক তুহিনের বাড়ি সাতক্ষীরা শহরের মুনজিতপুর এলাকায়। তিনি পৌর কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপার ভাগ্নে বলে জানা গেছে।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন জানান, সুন্দরবনে দস্যুবৃত্তি ও মুক্তিপণের টাকা লেনদেনে জড়িত থাকার অভিযোগে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তুহিনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সম্প্রতি র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সুন্দরবনে তিন জলদস্যু নিহত হয়। এর পরপরই সাতক্ষীরা জেলা পুলিশ সুন্দরবনে সশস্ত্র মহড়ার পাশাপাশি সুন্দরবনে দস্যুতা দমনে জিরো টলারেন্স ঘোষণা করে।  

বাংলাদেশ সময়: ০৪১৬ ঘণ্টা, জুলাই ০৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।