ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

সিঙ্গাপুর থেকে ফিরলেন আটকে পড়া ১৬২ বাংলাদেশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৫, জুলাই ৭, ২০২০
সিঙ্গাপুর থেকে ফিরলেন আটকে পড়া ১৬২ বাংলাদেশি

ঢাকা: করোনা পরিস্থিতিতে সিঙ্গাপুরে আটকে পড়া ১৬২ বাংলাদেশি ইউএস-বাংলার একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন। 

মঙ্গলবার (৭ জুলাই) রাত ৭টা ৩৫ মিনিটে প্লেনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।  

এর আগে সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে ১৬২ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে প্লেনটি উড্ডয়ন করে।

 

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, সিঙ্গাপুর থেকে ফেরা এ যাত্রীদের প্রত্যেকেই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে এসেছেন। এ কারণে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে না।  

করোনা পরিস্থিতিতে এর আগে চেন্নাই, কলকাতা, দিল্লি, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই ও ফ্রান্সে বিশেষ ফ্লাইট পরিচালনা করে ইউএস-বাংলা এয়ারলাইন্স।  

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
টিএম/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।