ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্বাস্থ্যসুরক্ষায় ডিআরইউর নতুন সংযোজন অক্সিজেন কনসেনট্রেটর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১১ ঘণ্টা, জুলাই ৭, ২০২০
স্বাস্থ্যসুরক্ষায় ডিআরইউর নতুন সংযোজন অক্সিজেন কনসেনট্রেটর ড. বেনজীর আহমেদের কাছ থেকে অক্সিজেন কনসেনট্রেট গ্রহণ করছেন ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী।

ঢাকা: সদস্যদের স্বাস্থ্যসুরক্ষায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সংযোজন অক্সিজেন কনসেনট্রেটর।

মঙ্গলবার (৭ জুলাই) পুলিশের মহা-পরিদর্শক ড. বেনজীর আহমেদ  ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরীর কাছে চারটি অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করেন।

রিয়াজ চৌধুরী বলেন, ডিআরইউর সদস্য বা পরিবারের কেউ করোনায় আক্রান্ত হওয়ার পর শ্বাসকষ্ট হলে তাৎক্ষণিকভাবে এসব অক্সিজেন কনসেনট্রেটরের সেবা নিতে পারবেন।

কবে নাগাদ এবং কিভাবে ডিআরইউ সদস্য ও পরিবারের সদস্যরা এ সেবা পাবেন তা শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

প্রতিটি অক্সিজেন কনসেনট্রেটর স্বয়ংক্রিয়ভাবে একবারে সাত লিটার অক্সিজেন উৎপন্ন করতে সক্ষম। একটি মেশিন থেকে একইসঙ্গে দুই জনে অক্সিজেন গ্রহণ করতে পারবেন। মেশিনটি রিমোট দিয়ে দূর থেকে চালানো ও নিয়ন্ত্রণ করা যাবে।

ডিআরইউকে অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তরকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ২২০৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
ডিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।